একযুগ আগে ছিনতাই, দুই আসামির ৫ বছরের কারাদণ্ড

১২ বছর আগে ছিনতাই মামলায় দুইজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে এ রায় দেন।

- Advertisement -

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেওয়া হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

সাজাপ্রাপ্তরা হলেন পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়ার গণি সর্দার বাড়ির ইসমাইলের ছেলে ইকবাল হোসেন জনি ও একই এলাকার মুন্সী মিয়ার ছেলে মো. আরিফ।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ মার্চ রাত সাড়ে নয়টার দিকে নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন নয়ারহাট সিএনজি অটোরিকশা ৮০ টাকায় ভাড়া করেন। পরে নয়ারহাট বক্সনগর জামে মসজিদ এলাকায় গাড়ি থামালে কয়েকজন ছুরি ধরেন। এ সময় সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আরিফ ও জনিকে স্থানীয় লোকজন আটক করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় সিএনজি অটোরিকশা চালক মো. আব্দুস সালাম মামলা করেন। মামলায় আদালতে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

- Advertisement -islamibank

অতিরিক্ত পিপি মোহাম্মদ আবু জাফর বলেন, ছিনতাইয়ের মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM