পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দফতরে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে নিউইয়র্ক পৌঁছে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

- Advertisement -

স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দি‌কে এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছা‌নোর খবর নিশ্চিত করেছেন জা‌তিসং‌ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মু‌হিত।

- Advertisement -google news follower

বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানা‌নোর এক‌টি ছ‌বি পোস্ট ক‌রে টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান‌কে স্বাগত জানা‌তে পে‌রে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হি‌সে‌বে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষ‌য়ে অবদান রাখতে আগ্রহী।

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

- Advertisement -islamibank

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও সম্মেলনে যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহা-পরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM