রামগড়ে অবৈধ অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড় দাতারাম পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র রামগড় থানায় জমা দেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (১৯ আগস্ট) রাত ৩টায় গুইমারা সেনা রিজিয়নের অধীনে সিন্দুকছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে যৌথবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টহল দল রামগড় দাতারাম পাড়ায় অভিযান চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে গামছায় পেছানো একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান জয়নিউজকে বলেন, সন্ত্রাসীরা এ অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। যৌথবাহিনীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে দুর্বৃত্তরা পালিয়েছে।

জয়নিউজ/শ্যামল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM