কক্সবাজারে আইসের সবচেয়ে বড় চালান জব্দ, আটক ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ করেছে র‍্যাব।

- Advertisement -

শনিবার (৬ মে) রাতে গোপন সুত্রের খবরে অভিযানটি চালানো হয়। অভিযানের খবর আগে থেকে টের পেয়ে বেশ কয়েকজন মাদক কারবারি পালাতে সক্ষম হলেও চার জনকে আটক করা হয়।

- Advertisement -google news follower

এসময় তাদের কাছ থেকে একশ’ ২০ কোটি টাকা মূল্যের ২৪ কেজি মাদক আইস জব্দ করেছে র‍্যাব। যা দেশে এ যাবতকালে জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

আটককৃতরা হলেন, ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। এদের মধ্যে আলাউদ্দিন পাচারকারী চক্রের মূলহোতা এবং পুলিশের বরখাস্তকৃত সদস্য।

- Advertisement -islamibank

রবিবার (৭ মে) দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন জানান, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে-এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পরে ২৪ কেজি আইস জব্দ করা হয়। যা দেশে এ যাবতকালে জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

এর আগে ২৬ এপ্রিল কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করে বিজিবি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM