রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক আরসা সদস্য নিহত, আহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। এ সময় রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সদস্য নিহত হয়েছেন।

- Advertisement -

রবিবার (৭ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-১৩ নম্বর ক্যাম্পের জি-ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), তার দুই ছেলে জুবায়ের (১৮) ও মোহাম্মদ রফিক (২৫)।

- Advertisement -islamibank

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার ভোরে ওই ক্যাম্পের জি-ওয়ান ব্লকে ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসী হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে আশপাশের ব্লক থেকে রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে।

এ সময় এক সন্ত্রাসীকে আটকের পর গণপিটুনি ও দা দিয়ে কোপায় রোহিঙ্গারা। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা আরসার সদস্য বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM