চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বাড়ছেই

চট্টগ্রামে প্রতিদিনই করোনায় সংক্রমণের হার বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১২ জন।

- Advertisement -

এদিন করোনায় কেউ মারা যাননি। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৪৩ জন।

- Advertisement -google news follower

সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে ২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৬৭৭ জন মহানগর এলাকার ও ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এরমধ্যে বিআইটিআইডিতে ৩৮৬ নমুনায় ১১৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫৮ নমুনায় ৩৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৪ নমুনায় ৯৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ১৫২ নমুনায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

বেসরকারি ইম্পেরিয়াল ৪৩৩ নমুনায় ১৬২ জন, ইপিক হেলথ কেয়ারে ২৯৬ নমুনায় ১৬১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৯১ নমুনায় ৮৮ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৭১ নমুনায় ৪০ জন, , মেট্রোপলিটন হাসপাতালে ৮৭ নমুনায় ৫৩ জনের করোনা পজেটিভ হয়েছে।

এছাড়া আরটিআরএলে ৩২ নমুনায় ১৯ জন ও এন্টিজেন টেস্টে ২৯৫ নমুনায় ১৩৫ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাবএইড এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM