বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে বললো পুলিশ

৪১তম বিসিএস পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাতে শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠেয় পরীক্ষায় সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

- Advertisement -google news follower

ডিএমপি জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

কিছু কিছু সময়ের জন্য অতিথিদের চলাচলে ব্যবহৃত সড়কে যান চলাচল বন্ধও থাকবে।
এ অবস্থার মধ্যেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM