এন্ড্রু কিশোরের মৃত্যুতে মেয়র নাছিরের শোক

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সোমবার (৬ জুলাই) মেয়র এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

- Advertisement -google news follower

আরও পড়ুন: জীবনের গল্প বাকি রেখে পরপারে এন্ড্রু কিশোর

শোকবার্তায় মেয়র নাছির বলেন, এন্ড্রু কিশোর বাংলাদেশের সংগীত জগতে এক কিংবদন্তির নাম। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের ধনিক শ্রেণি সবার কাছে এন্ড্রু কিশোর সমান জনপ্রিয়। তার মৃত্যুতে জাতি সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

- Advertisement -islamibank

এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় থাকা তার বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM