জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ‘হ্যালো ডাক্তার’ সেবা

প্রতিদিন বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে নগর ও গ্রামের মানুষদের মুঠোফোনের মাধ্যমে চিকিৎসা দিতে ‘হ্যালো ডাক্তার’ সেবা চালু করেছে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।

- Advertisement -

নগর ও গ্রামের প্রায় ৫৭ হাজার দরিদ্র পরিবারকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই ট্রাস্ট।

- Advertisement -google news follower

ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ জানান, মানুষের মানবিক ও মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার লক্ষ্যে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট ৭টি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এসব চিকিৎসালয় থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা পেয়ে থাকেন।

‘বর্তমান পরিস্থিতিতে মানুষকে ঘরে রেখে আমাদের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের রোগের ধরণ বুঝে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়াও সেবা গ্রহণকারীদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিস্কার-পরিচ্ছন্নতা, স্যানিটেশন, টিকার সাহায্যে রোগ প্রতিরোধ, বুকের দুধের সুফলতা, ডায়রিয়া প্রতিরোধ ও পুষ্টি সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM