ডিপ্লোম্যাটের প্রচ্ছদে শেখ হাসিনা

নেদারল্যান্ডস ভিত্তিক প্রভাবশালী ডিপ্লোম্যাট ম্যাগাজিন তাদের কভার স্টোরি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। কভার স্টোরিতে তাঁকে মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করা হয়।

- Advertisement -

গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

- Advertisement -google news follower

প্রচ্ছদ প্রতিবেদনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তার নানা চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে দি হেগে নিযুক্ত চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল কূটনীতিকদের কাছে তুলে ধরেন, মিয়ানমারে সেনা অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কিভাবে সহায়তা করেছেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ সিদ্ধান্তের কারণেই সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।

- Advertisement -islamibank

 

জয়নিউজ/এসএম
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM