ব্যস্ত কামারপট্টি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নগরের কামাররা। সারা বছর কাজ না থাকলেও কোরবানির ঈদের এ সময়টা বরাবরই ব্যস্ত থাকেন তারা। এখন কামারের দোকানগুলোতে শোভা পাচ্ছে পশু জবাইয়ের বিভিন্ন উপকরণ।

- Advertisement -

ব্যস্ত কামারপট্টি | DSC 0208 1

- Advertisement -google news follower

পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতে ক্রেতারাও ভিড় করছেন দোকানগুলোতে। দরদাম করে দোকান থেকে কিনে নিচ্ছেন হাসুয়া, ছুরি, চাপাতি, দা, বটি তৈরি, ভোজালি, কুড়াল, মাংস কাটার গাছের টুকুরোসহ প্রয়োজনীয়  সরঞ্জামাদি।

ব্যস্ত কামারপট্টি | DSC 0192আবার কেউবা পুরনো দা, বটি, ছুরি  শান দিয়ে নিচ্ছেন।  তবে কামাররা জানিয়েছেন, কাঁচামাল ও কারিগরের মজুরি বাড়ায় এবার একটু বেশি দামেই পশু জবাইয়ের সঞ্জামাদি বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

ব্যস্ত কামারপট্টি | DSC 0271 1

নগরের ফিরোজশাহ কসাইপাড়া ও ইস্পাহানি রেলগেইট এলাকা থেকে ছবি তুলেছেন বাচ্চু বড়ুয়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM