আসার কথা ছিল হুইল চেয়ার, এলো ইট!

চীন থেকে আসার কথা ছিল হুইল চেয়ার এবং ক্র্যাচ প্লাস ওয়াকার জাতীয় চিকিৎসা সরঞ্জাম। কিন্তু এসবের বদলে এসেছে ইটের টুকরা।

- Advertisement -

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রাম বন্দর থেকে এরকম তিনটি কনটেইনার জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

কাস্টম সূত্র জানায়, হুইল চেয়ার এবং ক্র্যাচ প্লাস ওয়াকার ঘোষণা দিয়ে কনটেইনারগুলো বন্দরে এনেছিল ঢাকার লোটাস সার্জিক্যাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। আমদানিকারকের পক্ষে চালানটি খালাসের দায়িত্বে ছিল নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ নামে এক সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। ২৯ এপ্রিল এমভি সি স্পেন নামে একটি জাহাজে কনটেইনার তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

সরকারি একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার তিনটির কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়। ১ হাজার ৭টি হুইল চেয়ার ও ৪৫০ পিস ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণা থাকলেও একটি কনটেইনারে কেবল ৪০টি হুইল চেয়ার পাওয়া গেছে। বাকিগুলোতে বস্তাভর্তি ইট পাওয়া রয়েছে।

- Advertisement -islamibank

কাস্টম হাউসের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান জয়নিউজকে বলেন, হুইল চেয়ারের একটি চালানে ইট পাওয়া গেছে। আমাদের ধারণা মুদ্রা পাচার হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ইতোমধ্যে বিষয়টি ব্যাংককে জানিয়েছি। তদন্তের পর এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমদানিকারককেও জিজ্ঞাসাবাদ করা হবে। মুদ্রাপাচার আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM