বিএনপিকে এবার লেবার পার্টির আলটিমেটাম

আন্দালিব রহমান পার্থ জোট ছেড়েছেন মাত্র একদিন আগে। এবার বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য সময় বেঁধে দিয়েছে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি

- Advertisement -

বাংলাদেশ লেবার পার্টির একাংশ জোট ছেড়েছে আগেই। দলের অন্য অংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির উদ্দেশে বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট না ছাড়লে ২০ দল ছাড়বে লেবার পার্টি। এজন্য ২৩ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ইরান।

- Advertisement -google news follower

মঙ্গলবার সংবাদমাধ্যমকে নিজেদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

ডা. ইরানের বক্তব্য- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ও কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের একটি বিশেষ ‘মিশন’ নিয়ে ঐক্যফ্রন্টে এসেছেন। তারা সরকারের এজেন্ডা নিয়েই কাজ করছেন। এ কারণে বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়তে হবে।

- Advertisement -islamibank

জাতীয় ঐক্যফ্রন্ট ছেড়ে বিএনপিকে খালেদা জিয়ার মুক্তির জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM