সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপইয়ার্ডে হামলা, আহত ২

সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপ ইয়ার্ড নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এতে মোস্তফা কামাল (৪৯) ও তৌহিদ মুরাদ কাজল (৪৮) নামে ইয়ার্ডের দুই কর্মকর্তা আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার উত্তর ছলিমপুর সাগর উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে ইয়ার্ড মালিক দাবি করেছেন। তারা সরকারদলীয় নেতাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।

জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক থেকে লিজ নিয়ে বিবিসি স্টিল শিপ ইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে রাজা কাসেম নামে এক শিপ ব্রেকার্স। ইয়ার্ডের অবকাঠামো নির্মাণে শনিবার সকালে কাজ করছিল কয়েকজন শ্রমিক। সকাল ১১টায় কয়েকজন অস্ত্রধারী অতর্কিত হামলা চালায় ইয়ার্ডে। এ সময় তারা ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সন্ত্রাসী হামলায় আহত হন ইয়ার্ডের দুই কর্মকর্তা।

- Advertisement -islamibank

ইয়ার্ড নির্মাণকাজের দায়িত্বরত কর্মকর্তা শফিউল আলম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা ইয়ার্ডে হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে ইয়ার্ড মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা এ হামলা চালিয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইয়ার্ড মালিক শিল্পপতি রাজা কাসেম বলেন, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা শিপ ইয়ার্ডে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আমাদের দুইজন কর্মকর্তা আহত হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, শিপ ইয়ার্ড নির্মাণে বাঁধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জয়নিউজ/সেকান্দর/বিশু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM