টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ২ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে টাইগাররা।

- Advertisement -

সফরকারীদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে লিড নিয়েছে লাল-সবুজের দল, আজ মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে।

- Advertisement -google news follower

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।

সিরিজের প্রথম দুই ম্যাচেই টসে জিতেছিলেন টাইগারদের অধিনায়ক শান্ত। তবে আজ টসে হারতে হয়েছে তাঁকে, আর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রাজা।

- Advertisement -islamibank

প্রথম দুই ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে আজই সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। শরিফুল ইসলাম এবং শেখ মেহেদীকে দেয়া হয়েছে বিশ্রাম। এ দুজনের বদলে আজ খেলবেন তানজিম সাকিব এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM