এবার ৩২ টাকা কেজিতে ধান ও ৪৫ টাকায় চাল কিনবে সরকার

জাতীয় ডেস্ক :

বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

- Advertisement -

পরে খাদ্যমন্ত্রী জানান, ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কিনবে সরকার। আর ৪৫ টাকা দরে ১১ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৪ টাকা দরে কেনা হবে এক লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ধানের আদ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

- Advertisement -google news follower

সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও শ্রমিক যেন কৃষকদের হয়রানি না করতে পারে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে।

ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

- Advertisement -islamibank

ঝড়-বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, এরইমধ্যে হাওরে ৯৮ থেকে ৯৯ ভাগ ধান উঠে গেছে। ১০-১২ দিনের মধ্য সারাদেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM