লোহাগাড়ায় ক্ষেতে কাজ করার সময় ‘হিট স্ট্রোকে’ কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ক্ষেতে কাজ করার সময় ‘হিট স্ট্রোকে’ সামশুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক সামশুল আলম ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে। তিনি ৮ সন্তানের জনক বলে জানা গেছে।

- Advertisement -

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকার ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে জয়নাল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমার বাবা কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত দেখতে যান এবং ঘণ্টা-দুয়েকের কাজ করে বাড়িতে ফিরে আসেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় আমার মা ক্ষেতে খোঁজ-খবর নিতে গেলে দেখতে পান ক্ষেতে তার মরদেহ পড়ে আছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

- Advertisement -islamibank

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন জানান, বিষয়টি শুনার পর ওসি স্যারকে জানিয়েছি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM