এফডিসিতে মারামারি, সাংবাদিকসহ আহত ১০

অনলাইন ডেস্ক

গত ১৯ এপ্রিল এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে মিশা–ডিপজল প্যানেল। এ প্যানেলসহ বিজয়ী কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় এফডিসিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

শপথ অনুষ্ঠান শেষ হতে না হতেই শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক–ইউটিউবারদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, চেয়ার নিক্ষেপের ঘটনাও ঘটে। যা মারামারিতে রূপ নেয়। এতে কয়েকজনের আহত হয়েছে।

- Advertisement -google news follower

জানা গেছে, শিল্পী সমিতির সদস্য শিবা সানুর সাথে ইউটিউবারদের কথা–কাটাকাটির ঘটনা ঘটে। তা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সময়ে এফডিসিতে উপস্থিত সাংবাদিকরা কাছে এলে তাদের সঙ্গেও বাগ্বিতণ্ডা শুরু হয়। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এফডিসিতে প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্যমতে, সাংবাদিকদের ওপর এ হামলায় নেতৃত্ব দেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ও শিবা শানু।

- Advertisement -islamibank

এ মারামারির ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন রিপোর্টটার মিঠুন আল মামুন ও বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ক্যামেরাপারসনসহ ১০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় আহত মিঠুন আল মামুন বলেন, ‘আমাদের ওপর হামলা হয়েছে কোনো কারণ ছাড়াই। তারা (শিবা শানু ও জয় চৌধুরী) অশ্লীল ভাষায় বলে, ধর, এরপরই মারামারি সূত্রপাত ঘটে। তাদের হামলায় আমাদের ক্যামেরা ভেঙে গেছে। এ সময় ফোনও চুরি হয়েছে।’

এদিকে ঘটনার বিষয়ে জানার জন্য জয় চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি। এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM