চসিক মেয়রের জাপান যাত্রা, ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বাংলাদেশে বিভিন্ন শিল্পের ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে আজ রোববার বিকেলে অভ্যন্তরীন একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা হয়েছেন।

- Advertisement -

এএ সময় সিটি মেয়রকে বিদায় জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ্ আহম্মদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইসমাইল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহীন উল ইসলাম চৌধুরী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, তৌহিদুল ইসলাম, সমাজসেবক সাইফুল আলম সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -google news follower

মেয়র ঢাকা থেকে রাত ১১.৪৫ মিনিটে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। মেয়র জাপান সফর শেষে আগামী ২ মে বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী জাপান অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM