ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ইকবাল হোসেন (৩২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

কয়েদি ইকবাল হোসেন কুমিল্লা সদরের কোতোয়ালি গ্রামের হোসেন আলীর ছেলে। তার কয়েদি নং ৩৫৪৯/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

- Advertisement -google news follower

কয়েদি ইকবাল হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী শাহীন জানান, আজ সকালের দিকে ওই কয়েদি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM