চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রাইস্টার ডুগন নামের একটি জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২০ এপ্রিল) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাগরিকের নাম ক্রুনাল কুমার গজানন্দ (৩৫)। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। তিনি ওই জাহাজে কর্মরত ছিলেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্রাজিল থেকে ৭১ হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে পানামার পতাকাবাহী ট্রাইস্টার ডুগন জাহাজটি পানামার পতাকাবাহী ট্রাইস্টার ডুগন জাহাজটি পতেঙ্গা থানাধীন আলফা বহির্নোঙর এলাকায় নোঙর করে।

চিনিগুলো সিটি গ্রুপের কারখানায় পরিশোধনের জন্য আনা হয়েছিলো। শুক্রবার রাতে ওই জাহাজেই কাজ করছিলেন ক্রুনাল কুমার।

- Advertisement -islamibank

অসাবধানতাবশত সে জাহাজের ওপর থেকে হ্যাচ বা ডেকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূরে আলম আশেক বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM