শন পল ও কেস গাইলেন বিশ্বকাপের থিম সং

অনলাইন ডেস্ক

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে এবারের টি-টোয়েন্টির মহাযজ্ঞ। সময় আর দুই মাসও বাকি নেই। তাই আয়োজক দেশগুলোর ব্যস্ততাও শুরু অনেক থাকে। এবার জানা গেল, আসন্ন বিশ্বকাপের থিম সং নিয়ে।

- Advertisement -

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হওয়া গানে কণ্ঠ দিয়েছেন দুই সুপারস্টার শন পল ও কেস। গ্র্যামি পুরস্কার জেতা শন পল এবং সকা সুপারস্টার কেস একত্রে গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং। গানটি প্রযোজনা করেছে ত্যানো মন্টানো। কিছুদিনের মধ্যেই ভিডিসহ গানটি প্রকাশ করবে আইসিসি। আগামী জুনের ১ তারিখ থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টির এই মেগা ইভেন্ট।

- Advertisement -google news follower

এবারের বিশ্বকাপের থিম নিয়ে শন পল বলেছেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান কিছু নাচের সঙ্গে তাদের সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’

আরেক তারকা কেস বলেছেন, ‘আমাদের সবার লক্ষ্য বিশ্বকে একত্রিত করা। তাই, ক্রিকেটকে আমরা গানের সুরে সুর বেঁধেছি, যা খুবই শক্তিশালী এক মাধ্যম। শন পল এবং ত্যানো অসাধারণ সৃষ্টি করেছেন। আশা করছি, বিশ্বব্যাপী সবাই এই গানটি গাইবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সকলের মুখে এই গানটি শোনার জন্য আমার তর সইছে না।’

- Advertisement -islamibank

আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আমরা বিশ্বের দুই অন্যতম সুপারস্টার শন পল ও কেসকে পেয়ে আনন্দিত। আমরা বিশ্বাস করি, ক্রিকেট উৎসবের সঙ্গে গানের যুগলবন্দি রয়েছে। এবারও সমর্থকরা এমন একটি গান আশা করতে পারেন, যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM