ফটিকছড়িতে কিশোর গ্যাং গ্রুপের ৪ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ফটিকছড়িতে একটি কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্যকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তাদের সকলের বয়স ১৭ থেকে ১৮।

- Advertisement -

মঙ্গলবার (৯ এপ্রিল) ধর্মপুর আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।।

- Advertisement -google news follower

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. আশরাফ, মো. তাজিম উদ্দিন, মো. মোশারফ উদ্দিন ও মো. রিফাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামেন ইউএনও।

- Advertisement -islamibank

এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে উশৃংঙ্খল আচরণ এবং বিভিন্ন উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়। পরে ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায়

এ ব্যাপারে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন- উপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় ৪ জনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM