প্রিয় দল ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত দল পেলে-রোনালদোর ব্রাজিল। পুরো বিশ্বে অগণিত ভক্ত রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপ সময় বাদেও দেশের রাস্তা ঘাটে অসংখ্য ব্রাজিল ভক্তের দেখা মিলে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রাজিল দলের ভক্ত। এবার প্রিয় দল ব্রাজিলের হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেলেন তিনি।

- Advertisement -

বাংলাদেশে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান প্রররাষ্ট্রমন্ত্রীকে।

- Advertisement -google news follower

সোমবার (৮ এপিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM