উপজেলা নির্বাচনকে ঘিরে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন কাদের

রাজনীতি ডেস্ক

জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

নির্বাচনে মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না বলেও জানান তিনি। মঙ্গলবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

ওবায়দুল কাদের বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনায় নিয়োজিত প্রশাসনও শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন।

- Advertisement -islamibank

উপজেলা নির্বাচনে কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে। ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পারবে বলে আশ্বস্ত করেন তিনি।

নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ দলীয় সংসদ সদস্য ও নেতা-কর্মীদের সাংগঠনিক নির্দেশনাও দেন দলের সাধারণ সম্পাদক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM