ট্রলারে অগ্নিকাণ্ডের দুদিন পর জেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনার দুদিন পর নিখোঁজ জেলে আবদুল জলিলের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৩০ মার্চ) সকালে নগরের পতেঙ্গা থানার ওয়াটার বাস টার্মিনাল এলাকার কর্ণফুলী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আবদুল জলিল। একই ঘটনায় দগ্ধ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল জলিলের বাড়ি কক্সবাজারের মহেশখালী পৌরসভার ঘোনারপাড়া এলাকায়। তার বাবার নাম আবদুল গফুর।

- Advertisement -islamibank

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার মাছ ধরার ট্রলারে আগুন লাগার ঘটনায় জলিল নিখোঁজ ছিলেন। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে। ভুক্তভোগী পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেছেন। আইনি পদক্ষেপ শেষে ভুক্তভোগীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM