আন্তঃজেলা ডাকাত সর্দার গিয়াস র‌্যাবের হাতে গ্রেফতার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং ৮ মামলার পলাতক আসামি গিয়াস উদ্দিন (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

গ্রেফতার গিয়াস ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ কালা মিয়ার ছেলে।

এর আগে গতকাল মঙ্গলবার নগরীর পাহাড়তলী থানার মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -islamibank

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস উদ্দিনকে পাহাড়তলী থানার মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। আইন শৃংখলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল গিয়াস।

তার বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞা থানায় চুরি, ডাকাতি, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পত্তির ক্ষতিসাধনসহ সর্বমোট ৮ টি মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ফেনী জেলার দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM