৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় চারতলা ভবনের তিনতলায় আগুনের সূত্রপাত হয়। শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় চারতলা ভবনটির তিনতলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে চার তলাসহ অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। এছাড়া ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ।

তিনি আরও জানান, কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তালহা বিন জসিম।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM