ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক :

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একই সঙ্গে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তগুলো জানান তিনি।

- Advertisement -google news follower

কাদের বলেন, “আজকে আমাদের সিদ্ধান্তগুলো সবাইকে মানতে হবে। সবাইকে গুরুত্ব দিতে হবে।” অনুষ্ঠিত এই সভায় অংশীজনদের নিয়ে সাতটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে বলা হয়, ঈদের আগে পরে তিন দিনসহ মোট সাত দিন মহাসড়কে ট্রাক কাভারমেন্ট ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন।

- Advertisement -islamibank

সভায় জানানো হয়, যাত্রী সাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল এবং যানজটমুক্ত রাখতে গার্মেন্টস এবং শিল্প কারখানার শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করতে হবে।

ঈদের সাত দিন আগেই শেষ করতে হবে সড়ক মহাসড়কের মেরামত কাজ। সারাদেশে যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে।

পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না এবং নির্দিষ্ট ২২টি সড়ক মহাসড়কের ত্রি হুইলার চলাচল বন্ধ থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM