ভর্তি পরীক্ষা

চবির ডি ইউনিটে পাসের হার ৩৫.৬০ শতাংশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মিলিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৩৫ দশমিক ৬০ শতাংশ।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়।

- Advertisement -google news follower

এবছর ‘ডি’ ইউনিটের ৯৫৮টি আসনের বিপরীতে পরীক্ষা দেন ৪৪ হাজার ৪৪৯ জন। এতে পাস করেন ১৫ হাজার ৮২৪ জন। অকৃতকার্য হয়েছেন ২৮ হাজার ৬২৫ জন।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

- Advertisement -islamibank

উল্লেখ্য, গত ১৬ মার্চ (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয় চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সম্মিলিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে উপস্থিতির হার ছিল ৭৬ দশমিক ৯০ শতাংশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM