জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম মারা গেছেন

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ম্যাক গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ-সদস্য আবুল কাশেম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

- Advertisement -

শুক্রবার দুপুরে শ্বাসকষ্টজনিত কারণে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে যান।

- Advertisement -google news follower

পারিবারিক সূত্র জানায়, আবুল কাশেম শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী দ্রুত তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামে তার প্রতিষ্ঠিত আবুল কাশেম কল্যাণ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণে রাত ১০টায় নামাজে জানাজা অনুুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

- Advertisement -islamibank

আবুল কাশেম বিগত ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি নির্বাচিত হন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM