সৌদি ফেরত বিমান যাত্রীর কাছে মিলল কোটি টাকার সোনা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর থেকে এক কোটি ২২ লাখ টাকা মূল্যের ৩২টি সোনার চুড়ি জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

- Advertisement -

শুক্রবার (১৫ মার্চ) সকালে রফিকুল ইসলাম বকুল নামে ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়। জব্দ স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম।

- Advertisement -google news follower

এর আগে সকাল ৯টা ২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটযোগে চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌছান রফিকুল।

তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। এরপর তার দেহ তল্লাশি এবং ব্যাগেজ স্ক্যানিং করা কয়। এ সময় ব্যাগেজে স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়।

- Advertisement -islamibank

তার জুতার ভেতর, পোশাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এবং ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। এ বিষয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM