যশোরে ৩২ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

যশোরে ৩২ মামলার শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে অপর সন্ত্রাসীরা। শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত রমজান আলী রেলগেট পশ্চিম পাড়া এলাকার ফয়েজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে রমজান শেখ যশোরের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা-অস্ত্র-বিস্ফোরকসহ ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৭টি, বিস্ফোরক মামলা ৫টি, হত্যা মামলা একটি, ডাকাতির মামলা একটি, হত্যা চেষ্টা মামলা ৪টি এছাড়া মাদক সহ অন্যান্য ৭টি মামলা রয়েছে।

- Advertisement -google news follower

নিহত রমজানের পরিবারের সদস্যরা জানিয়েছে, রমজান আলী গতকাল রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে হাঁটাচলা করছিলেন। এ সময় চোরমারা দিঘির পাড় এলাকার পিচ্চি রাজা নামে একজন তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার রেজওয়ান জামান বলেন, রাত ১০টার পর রমজানকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়। রমজান আলীর বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

- Advertisement -islamibank

নিহতের স্ত্রী পপি বলেন, অনেক আগ থেকে পিচ্চি রাজার সঙ্গে তার স্বামী রমজানের শত্রুতা ছিল। মুরগি খামার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

এদিকে স্থানীয়রা জানান, রেলগেট পশ্চিম পাড়ার রমজান আলী এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। হত্যা, মাদকসহ কয়েক ডজন মামলা রয়েছে তার নামে। ২০২২ সালের ১ আগস্ট র‍্যাবের হাতে সে আটক হয়। সে সময় র‍্যাবের পক্ষ থেকে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচয় দেওয়া হয়। কয়েক মাস আগে রমজান জামিনে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর পুরনো পেশায় ফিরে যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, রমজান আলী নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM