একুশে পদক প্রত্যাহার চায় নারী সমাজ

নারী দিবসে একুশে পদকপ্রাপ্ত জিনবোধি ভিক্ষু কর্তৃক নারীর শ্লীলতাহানী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ধর্মীয় কাজে অংশ নিতে গিয়ে এক নারীর শ্লীলতাহানীর খবর পাওয়াগেছে। সম্প্রতি শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক প্রফেসর ড. জিনবোধি মাহাথের ভিক্ষু কর্তৃক বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বৌদ্ধ সমিতি মহিলা বাংলাদেশের সভাপতি, বিশিষ্ট নারীনেত্রী রেখা রানী বড়ুয়া’র শাড়ি টেনে শ্লীলতাহানী করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে শাড়ি ধরে টানাহেঁচড়া করেন।

- Advertisement -

আজ শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টা নাগাদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জিনবোধি কর্তৃক শ্লীলতাহানীর একটি ভিডিও ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে।

শ্লীলতাহানীর প্রতিকার চেয়ে এদিকে জিনবোধি ভিক্ষু ও কয়েকজনের নাম উল্লেখ করে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

- Advertisement -islamibank

নারীর প্রতি শ্লীলতাহানীর প্রতিবাদ ও জিনবোধি ভিক্ষুর শাস্তির দাবিতে সম্মিলিত নারী সমাজ মিছিল করেছে। তারা সরকার কর্তৃক জিনবোধি ভিক্ষুকে দেয়া একুশে পদক প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মাতৃজাতির প্রতি শ্লীলতাহানীর বিষয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীগুরু ড. জ্ঞানশ্রী মহাথের ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান শিক্ষাবিদ এম বোধিমিত্র মহাথের এ প্রতিবেদেককে বলেন, মহামানব গৌতম বুদ্ধের মতে গৃহত্যাগের পর বৌদ্ধ সন্যাসীরা যেখানে কোনোরকম গৃহী মানুষের সংস্পর্শে যেতে পারেনা, সেখানে একজন নারীর সম্ভ্রম ও শ্লীলতাহানী কোনোভাবে সমর্থন যোগ্য নয়। তারা এই ঘৃন্য কাজের তীব্র নিন্দা জানান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM