এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইছানগরে এস আলম শিল্প গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ সোমবার (৪ মার্চ) বিকেলে ৪টা মিনিটে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের এস আলম রিফাইন্ড সুগার মিলস লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।এস আলম, রিফাইন্ড সুগার মিল, আগুন

- Advertisement -google news follower

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর দুইটি ইউনিট ও বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।

- Advertisement -islamibank

তিনি বলেন, খবর পেয়ে চট্টগ্রামের কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশন, লামা বাজার, আগ্রাবাদ, চন্দনপুরা স্টেশনের ইউনিট নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পেলেও কোনো প্রাণহানি ঘটেনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

কারখানা সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে পরিশোধন করা হয় দুইটি প্লান্টে।

এর মধ্যে প্লান্ট ১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন, প্লান্ট ২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এ কারখানাটি পরিচালিত হচ্ছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের পাওয়ার প্লান্টের সহকারী ফিটার মনির জানান, ওই গুদামে প্রায় ১ লাখ টন অপরিশোধিত চিনি ছিল। এগুলো পুড়ে গেছে। কাছেই পরিশোধিত চিনি আছে আরও কয়েক লাখ টন।

এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডের একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও হিমাগারটি নিজেদের নয় বলে দাবি করেছিল এস আলম গ্রুপ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM