দেশের প্রথম অনকো নার্সিং কনফারেন্স

‘প্রশিক্ষিত নার্স থাকলে রোগীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায়’

অনলাইন ডেস্ক

দেশে প্রতিনিয়তই ক্যানসার রোগী বাড়ছে। এ বিশেষায়িত রোগে আক্রান্তদের চিকিৎসা সেবায় প্রশিক্ষিত নার্স এখন সময়ের দাবি। কারণ প্রশিক্ষিত নার্স থাকলে রোগীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায়।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরের রেডিসান ব্লু মোহনা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যানসার বিভাগের উদ্যোগে আয়োজিত দেশের প্রথম অনকো নার্সিং কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

- Advertisement -google news follower

কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের সরকারি-বেসরকারি প্রায় ১০টি হাসপাতালের শতাধিক নার্স অংশগ্রহণ করেন।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক দেশের খ্যাতিমান ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই।

- Advertisement -islamibank

এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি ও চমেক হাসপাতালের ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন চমেক হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী।

বিষয় ভিত্তিক আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনেন্থেসিয়া বিভাগের ডা. ওয়াই ওয়াই ম্রোয়, চমেক হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. পঞ্চানন আচার্য্য, এএমসিজিএইচ’র জুনিয়র কনসালটেন্স ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ডা. রোকসানা রেজা এবং লায়ন্স হাসপাতালের সহকারী পরিচালক মোছা. ইনসাফি হান্না।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM