পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা হয়ে সিলেট যাচ্ছে শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল।

- Advertisement -

বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। বিকেলেই ঢাকা থেকে সিলেটে যাওয়ার কথা শ্রীলঙ্কা দলের। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ। এ ধাপে সব মিলিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার মিলিয়ে ২৭ জন এসেছেন।

- Advertisement -google news follower

৪ মার্চ সিলেটে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ। ওয়ানডে ও টেস্টের দল পরে ঘোষণা করবে শ্রীলঙ্কা।

এর আগে, টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। ম্যাথুস-মেন্ডিসরা থাকলেও ইনজুরির কারণে স্কোয়াডে থাকছেন না তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা।

- Advertisement -islamibank

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের কয়েকজনও আজ সিলেটে যাবেন। তবে বিপিএলের ফাইনালে যারা খেলছেন, তারা আগামীকালের ম্যাচের পর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।

টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ।

এরপর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দুই দল সিলেটে ফিরবে। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেটি শুরু ৩০ মার্চ।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টি-২০ দল: ওয়ানিন্দু হাসারঙ্গা (অধিনায়ক), চারিথা আশালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা, বিনোরা ফার্নান্দো, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM