সীতাকুণ্ডে ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সরওয়ার আলম এ আদেশ দেন।

দণ্ডিত দুইজন হলেন- কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা ভারতী ধর (৩৫) ও পটরানী ধর (৪০)।

- Advertisement -islamibank

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় ছিলেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তাকে সহায়তা করেন অতি. পিপি অ্যাডভোকেট ভূপাল চন্দ্র চৌধুরী।

তিনি জানান এ মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন চট্টগ্রাম ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সরওয়ার আলম।

একই সাথে দন্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।

রায়ের সময় আসামি ভারতী ধর উপস্থিত থাকলেও শুরু থেকেই পলাতক আছেন পটরানী ধর। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, দুই বছর আগে সীতাকুণ্ডে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৫(৬)২২ মামলা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM