মদিনায় ৫৯ আবাসিক হোটেল যে কারণে বন্ধ

ভিনদেশ ডেস্ক :

সৌদি আরবের মদিনায় ৫৯টি আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের কারণে এসব হোটেল বন্ধ ছিল। খবর গালফ নিউজ।

- Advertisement -

সৌদি গণমাধ্যম জানিয়েছে, ভুল সংশোধন না করলে বন্ধ হোটেলগুলো বন্ধ থাকবে।

- Advertisement -google news follower

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল চলতে পারে না। যে কোনো ব্যক্তি এই আইন লঙ্ঘন করলে হোটেল বন্ধ বা ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা- তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় মদিনা শহরের আবাসিক হোটেলগুলোতে কীভাবে পর্যটন সেবা প্রদান করা হয় তা পরিদর্শন করেছে। নিয়ম লঙ্ঘনের জন্য ১ হাজার ২৫১টি হোটেলকে দায়ী করা হয়েছে।

পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান শুরু করা হয়েছে। রমজানে দেশে মুসলমানদের আগমন বাড়বে। সৌদি কর্মকর্তারাও এ জন্য প্রস্তুতি শুরু করেছেন।

গত মাসে সৌদি কর্তৃপক্ষ অনিয়মের কারণে ৩৩০টি হোটেল বন্ধ করে দেয়। ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ মানুষকে সৌদি আরব ভ্রমণে আকৃষ্ট করতে দেশটি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM