সৈয়দ মঈনুদ্দিন হোসেন স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন

অনলাইন ডেস্ক

কে এম স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের ব্যবস্থাপনায় সৈয়দ মইনুদ্দিন হোসেন স্মৃতি দিবারাত্রি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক চেয়ারম্যান মো: দিদারুল আলম দিদারের সভাপতিত্বে এবং মোঃ মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম এজেন্সি চেয়ারম্যান মোঃ মসিউল আলম স্বপন, আর এন বি শিপিং লিঃ চেয়ারম্যান মোঃ শফিউল আলম বাদশা, সিজেকেএস সহ সভাপতি মো: হাফিজুর রহমান হাফিজ, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, এনামুল হক এনাম, জেলা ক্রীড়া অফিসার হারুন অ রশীদ, বোয়ালখালী পৌর মেয়র ও সিজেকেএস কাউন্সিল মোঃ জহিরুল ইসলাম জহির, সিজেকেএস কাউন্সিল আবদুল হাকিম মোঃ লোকমান, মাকসুদুর রহমান বুলবুল, মো: ফখরুজ্জামান, মোঃ হাসান মুরাদ, মোঃ শওকত হোসেন, এস এম ইকবাল মোরশেদ, সৈয়দ জিয়া উদ্দীন সোহেল, রায়হান উদ্দীন রুবেল, জাফর ইকবাল,  কাজী জসিম উদ্দিন, আলী হাসান রাজু, জসিমূল হুদ্দা, মোঃ আবু জাহেদ, হারুন অর রশীদ, ফারুক আহমেদ, সোহেল আহমেদ, আবু বক্কর সিদ্দিক, লৎফুর করিম সোহেল, সালাউদ্দিন জাহেদ, আদিল কবির, সিডিএফএ নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরণ।

- Advertisement -google news follower

আরও উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট পরিচালনা কমিটি কো-চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, মোঃ ইকবাল, লিটন রায় চৌধুরী, মো: আলোউদ্দীন মাসুদ, মহসিন সাজু, সম্পাদক এস এম মামুন রশীদ, সদস্য আমির হোসেন মানিক, ফারুক রানা, মারুফুল ইসালম মারুফ, আলোউদ্দীন ভূঁইয়া, মোঃ শাহাবুদ্দিন, আবদুল হামিদ নয়ন, রাসেল রাজু, সাহেদ হোসেন হিরা, সাইমন আহমেদ সাহেদ, আরিফুল ইসলাম মারুফ, রন্জয় দাশ, শহিদুল ইসলাম শহিদ, হৃদয় হোসেন মান্না প্রমুখ।

উদ্বোধনী খেলায় ফটিকছড়ি বোরহান মেম্বার ফুটবল একাডেমী ৩-০ গোলে সবুজ সংঘ স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM