হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ঝিনু বড়ুয়া নামে ষাটোর্দ্ধ বয়সী এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মারা যাওয়া ঝিনু বড়ুয়া উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সুবল মিস্ত্রী বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তার দুই ছেলে ও তিন কন্যা রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা ঝিনু বড়ুয়ার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

- Advertisement -islamibank

ছেলে তপু বড়ুয়া জানান, তার মা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় সময় বাইরে হাঁটতে বের হয়ে যেতেন। ঘটনার দিনও সকালে ঘর থেকে বের হয়ে রেল লাইনের দিকে চলে আসেন। এ সময় চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়েন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM