লামায় ৩ কোটি টাকার আফিম নিয়ে ধরা মাদক কারবারি

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের লামা উপজেলায় অভিযান পরিচালনা করে ৩ কোটি ৬০ লাখ মূল্যের আফিমসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

- Advertisement -

আটক হ্লামং মারমা (৩৮) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।

- Advertisement -google news follower

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের-১৫ কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ আফিম মজুত রাখা হয়েছে। পরে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫ এর সিপিএসসির এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

- Advertisement -islamibank

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি হ্লামং মারমা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে আফিম মজুতের কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

আটক হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM