আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উন্মাদনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি বয়সভিত্তিক ফুটবলেও দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। বাংলাদেশ সময় আগামীকাল (রোববার) ভোরে অলিম্পিক বাছাইয়ে দুই দলের যুবাদের ক্লাসিক দেখা যাবে। এর আগেই অবশ্য আরেকটি টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা।

- Advertisement -

প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক সেন্টারে ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল লাতিন দুই জায়ান্ট। গতকাল (শনিবার) শিরোপার লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিটোর গোলে লিড নেয় ব্রাজিল।

- Advertisement -google news follower

এরপর ম্যাচ শেষের বাঁশি বাজার আগমুহূর্তে আর্জেন্টিনার জাল ভেদ করেন রাফা। অবশ্য আর্জেন্টাইন কোচ মাতিয়াস লুকুইক্সের শিষ্যরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েও গোলের দেখা পায়নি। এর আগে ২০২২ ফুটসাল কোপা আমেরিকার শিরোপার জিতেছিল আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনাকে হারানোর মধ্য দিয়ে টুর্নামেন্টে খেলা নিজেদের ছয়টি ম্যাচেই অপরাজিত থাকল ব্রাজিল।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM