বোয়ালখালীতে মোড়কজাত করে মুড়ির ব্যবসা, গুনলেন জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ব্যতীত বোয়ালখালীতে মোড়কজাত পণ্য উৎপাদন করায় “শাহ মালেকীয়া স্পেশাল মুড়ি” নামক এক মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার অলি বেকারী মোড়ের এই মুড়ি কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

- Advertisement -google news follower

তিনি জানান, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত মোড়কজাত পণ্য উৎপাদন করার সুযোগ নেই। “শাহ মালেকীয়া স্পেশাল মুড়ি” উৎপাদনকারী প্রতিষ্ঠানটি মুড়ি মোড়কজাত করে বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জারিন তাসনিম ও পরিদর্শক সজীব চৌধুরী।

- Advertisement -islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM