ঘুমধুম-তুমব্রু সীমান্তের সব শিক্ষাপ্রতিষ্ঠান অঘোষিত ছুটি

মিয়ানমারের চলমান সংঘর্ষে গুলাগুলি-মর্টারশেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ সীমান্তে। এমন পরিস্থিতিতে সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

শনিবার রাত তিনটা থেকে আজ রবিবার বিকাল চারটা পর্যন্ত চলমান গোলাগুলি বন্ধ হয়নি।

- Advertisement -google news follower

এতে মিয়ানমারের ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশী গুরুতর আহত হয়। এরমধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন, সীমান্তে গুলাগুলি এবং অস্থিরতা অব্যাহত থাকায় ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি এরকম থমথমে থাকলে কালকেও বন্ধ থাকতে পারে।

- Advertisement -islamibank

বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, সীমান্ত আজকেও গোলাগুলি চলছে। এ কারণে মিশকাতুন্নবী মাদ্রাসায় কোন শিক্ষার্থী না আসায় সেটি বন্ধ রয়েছে। অন্যান্য স্কুলগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। তবে শিক্ষার্থী খুবই কম। সীমান্তে ৩ টি স্কুল রয়েছে সেখানে রাস্তা বন্ধ থাকায় তুমব্রু থেকে শিক্ষার্থীরা আসতে পারেনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM