ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত

হায়দরাবাদ টেস্টে নাটকীয় জয় পাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ২৫৩ রানে।

- Advertisement -

ওপেনার যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পর পেসার জাসপ্রিত বুমরার ছয় উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানায়।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে বুমরার আগুনে বোলিংয়ে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৩ রানে। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রানে দিন শেষ করেছে ভারত।

জয়সওয়াল ১৫ ও অধিনায়ক রোহিত শর্মা ১৩ রানে অপরাজিত। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে ১৭১ রানে।

- Advertisement -islamibank

এদিকে, ৩৪ টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা, যা ভারতের পেসারদের মধ্যে দ্রুততম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM