আজ ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আয়োজিত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে বুধবার (৩১ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

- Advertisement -

আগামী শুক্রবার সেখানে তিনি ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন ও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে ড. হাছান মাহমুদের প্রথম ইউরোপযাত্রা।

- Advertisement -google news follower

মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার হাছান মাহমুদ ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।

- Advertisement -islamibank

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইইউর মন্ত্রীপর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

এসএ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM