বঙ্গবন্ধুর সমাধিতে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দলের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দলের সদস্যরা।

- Advertisement -

প্রতিনিধি দলের সদস্যরা শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৫ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -google news follower

পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। পরে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে প্রতিনিধি দলের সদস্যরা স্বাক্ষর করেন।

এ সময় যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনোমি বিষয়ক মন্ত্রী পল স্টুয়ার্ট স্কলি এমপি, লেবার পার্টির এমপি বীরেন্দ্র কুমার শর্মা, নিল এলান জন কোয়েল, অ্যান্ড্রু হাওয়ার্ড ওয়েস্টার্ন, হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক হেনরী থিও মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন, কানেক্টের সিইও ড. ইভেলিনা রোডোসালভোভা বানিয়ালিভা, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর ডা. সুমন চৌধুরী, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, থানা অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM