আন্তর্জাতিক বাজারে আবারও কমলো সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমেছে। বুধবার (১৭ জানুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর গত ২ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

- Advertisement -

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, দক্ষিণ আমেরিকা অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। তাতে সয়াবিন চাষ তরান্বিত হয়েছে। ফলে বিশ্ববাজারে ব্যাপক সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। তাই তেলবীজটির দর হ্রাস পেয়েছে।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১২ ডলার ১৮ সেন্টে। গত ২ বছরের মধ্যে যা সবচেয়ে কম।

- Advertisement -islamibank

বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে সয়াবিনের উৎপাদন বাড়তে পারে। যুক্তরাষ্ট্রেও বৃদ্ধি পেতে পারে। আর্জেন্টিনাতেও সেই সম্ভাবনা রয়েছে।

সিডনিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আইকন কম্মোডিটিজের বিশ্লেষক ওলে হাউ বলেন, দক্ষিণ আমেরিকায় সয়াবিনের প্রধান প্রধান দেশে উৎপাদন বাড়ার ব্যাপক প্রত্যাশা করা হচ্ছে। তাতে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM