ভোট দিতে পেরে খুশি বাঁশখালীর প্রতিবন্ধী মোহাম্মদ আলী

শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী। তার চলতে হয় হাতে ভর দিয়ে। এতো প্রতিকূলতার মাঝেও তিনি এসেছেন ভোট দিতে।

- Advertisement -

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় বাড়ি থেকে রিকশায় চড়ে ১ কিলোমিটার দূরে দক্ষিণ চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে ভোট দেন তিনি।

- Advertisement -google news follower

জানতে চাইলে মোহাম্মদ আলী ধীর কন্ঠে বলে উঠেন, যতো কিছুই হোক তবুও ভোট দিতে এসেছি, ভোট নষ্ট করা যাবে না।

এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দুজন আনসার সদস্য রিকশা থেকে পাঁজাকোলা করে আলীকে ভোট কেন্দ্রে প্রবেশে সহায়তা করেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মহাখুশি তিনি।

- Advertisement -islamibank

চট্টগ্রাম-১৬ আসন সংসদ নির্বাচনে বাঁশখালী উপজেলার ১০নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ চাম্বল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী।

কেন্দ্রে আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশের উপপরিদর্শক মো. জীবন জানান, আপাতত কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখছি না। শুরু থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM